সমন্বিত ১১ ব্যাংক / আর্থিক প্রতিষ্ঠানের "সিনিয়র অফিসার
(জেনারেল)" পদের লিখিত পরীক্ষার সময়সূচী এবং পরীক্ষা কেন্দ্র প্রকাশ
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ০৯টি ব্যাংক ও ০২টি আর্থিক প্রতিষ্ঠানে
সমন্বিতভাবে 'সিনিয়র অফিসার (সাধারণ)' (৯ম গ্রেড) (Job ID-10220) এর ১৫৫৪টি শূন্য পদে
নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠেয় লিখিত পরীক্ষার (Written Test) কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস
সংক্রান্ত বিজ্ঞপ্তি।
ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের বিগত ৩১/১২/২০২৪ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি
নম্বর: ১৯০/২০২৪ এর প্রেক্ষিতে ০৯টি ব্যাংক ও ০২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে
'সিনিয়র অফিসার (সাধারণ)' (৯ম গ্রেড) (Job ID-10220) এর ১৫৫৪টি শূন্য পদে সরাসরি নিয়োগের
লক্ষ্যে বিগত ০৫/১২/২০২৫ তারিখে অনুষ্ঠিত প্রিলিমিনারি (MCQ Test) পরীক্ষায় উত্তীর্ণ
১৫,০০৩ জন প্রার্থীর লিখিত পরীক্ষা আগামী ১৯/১২/২০২৫ তারিখ, শুক্রবার সকাল ১০:০০টা
হতে দুপুর ১২:০০টা পর্যন্ত ঢাকা জেলায় অবস্থিত নিম্নবর্ণিত ৩টি কেন্দ্রসমূহে অনুষ্ঠিত
হবে
২. লিখিত পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রিলিমিনারি
(MCQ) পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। প্রবেশপত্র
ব্যতিরেকে কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। প্রবেশপত্রে কোনোরূপ খসড়া
বা কোনো কিছু লেখা যাবে না।
৩. সুশৃঙ্খলভাবে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ এবং চেকিং কার্যক্রম সম্পন্ন
করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘন্টা পূর্বে পরীক্ষার্থীদেরকে কেন্দ্রে উপস্থিত
হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এক্ষেত্রে
বিলম্বে উপস্থিতির কোনো অজুহাতই গ্রহণযোগ্য হবে না।
৪. প্রবেশপত্র (০১ কপি) ব্যতীত কোনো ধরণের কাগজ, বই, মানিব্যাগ, বোতল, মোবাইল
ফোন, ক্যালকুলেটর, ইলেক্ট্রনিক কার্ড (স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা
অনুরূপ অন্য কোন কার্ড), ডিজিটাল/স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে
পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। পরীক্ষা চলাকালীন উল্লিখিত কোনো কিছু পাওয়া গেলে
কিংবা কোনো ধরনের অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল
করা হবে এবং দায়িত্বপালনরত ভ্রাম্যমাণ আদালত তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা
গ্রহণ করবে।
৫. পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান অবশ্যই দৃশ্যমান রাখতে হবে।
Latest Notices