• বিদ্যাবাড়িতে আপনাকে স্বাগতম!

সকল নোটিশ সমূহ


সমন্বিত ৭ ব্যাংক এর অফিসার (ক্যাশ) / অফিসার (টেলর) পদে প্যানেল / অপেক্ষমাণ তালিকা (২য় পর্যায়) থেকে নিয়োগ প্রদান

সমন্বিত ৭ ব্যাংক এর অফিসার (ক্যাশ) / অফিসার (টেলর) পদে প্যানেল / অপেক্ষমাণ তালিকা (২য় পর্যায়) থেকে নিয়োগ প্রদান

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ০৭টি ব্যাংকে ২০২১ সাল ভিত্তিক 'অফিসার (ক্যাশ)/অফিসার (টেলর)' (১০ম গ্রেড) (জব আইডি-১০১৮৩) পদে ২য় পর্যায়ে প্রাথমিকভাবে নির্বাচিত ৫৪৫ জন প্রার্থীর তালিকা।

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ০৭টি ব্যাংকে সমন্বিত পরীক্ষার মাধ্যমে ২০২১ সাল ভিত্তিক 'অফিসার (ক্যাশ)/অফিসার (টেলর)' (১০ম গ্রেড) (Job Id-10183) পদে নিয়োগের লক্ষ্যে এ সচিবালয়ের ১২/০১/২০২৩ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি নং-০৫/২০২৩ এর প্রেক্ষিতে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নন্দয়ের ভিত্তিতে মেধাক্রমানুসারে প্রণীত প্যানেল হতে নিয়োগ সংক্রান্ত সর্বশেষ সরকারি বিধিবিধান অনুসরণপূর্বক ২য় পর্যায়ে নিম্নোক্ত রোল নম্বরধারী ৫৪৫ (পাঁচশত পঁয়তাল্লিশ) জন প্রার্থীকে মেধা, কোটা ও প্রাপ্যতার ভিত্তিতে তাদের পছন্দক্রম অনুযায়ী নিম্নোক্ত ব্যাংকসমূহে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

Latest Notices