• বিদ্যাবাড়িতে আপনাকে স্বাগতম!

সকল নোটিশ সমূহ


বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)'র কেন্দ্রীয় নিয়োগের আওতায় বিভিন্ন পদে অপেক্ষমাণ প্যানেল হতে নিয়োগ প্রদান

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)'র কেন্দ্রীয় নিয়োগের আওতায় বিভিন্ন পদে অপেক্ষমাণ প্যানেল হতে নিয়োগ প্রদান

 

পেট্রোবাংলা ও এর আওতাধীন কোম্পানী সমূহের সহকারী ব্যবস্থাপক/উপসহকারী প্রকৌশলী পদে প্যানেল/অপেক্ষমান তালিকা হতে সুপারিশকৃত প্রার্থীদের ফলাফল প্রকাশ।

 

প্রিয় চাকরি প্রত্যাশীগণ, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এর অধীনস্থ কোম্পানীসমূহের সহকারী ব্যবস্থাপক পদে গত ০৭/১২/২০২৫ ইং তারিখে ১৯টি ক্যাটাগরিতে সহকারী ব্যবস্থাপক (মেকানিক্যাল) – ২৬জন, সহকারী ব্যবস্থাপক ইলেকট্রিক্যাল – ১৯জন, সহকারী ব্যবস্থাপক (সিভিল) – ০৮জন, সহকারী ব্যবস্থাপক (সিএসই/আইটি/আইসিটি) – ০৬জন, সহকারী ব্যবস্থাপক (কেমিক্যাল) – ১২ জন, সহকারী ব্যবস্থাপক (পেট্রোলিয়াম/পেট্রোলিয়াম এন্ড মাইনিং) – ০৪জন, সহকারী ব্যবস্থাপক (এমএমই) – ০১জন, সহকারী ব্যবস্থাপক (ইলেকট্রনিক্স) – ০২জন, সহকারী ব্যবস্থাপক (টেলিকম) – ০১জন, সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং) – ০২জন, উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) – ১২জন, উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) – ১৪জন, উপসহকারী প্রকৌশলী ইলেকট্রনিক্স – ০১জন, উপসহকারী প্রকৌশলী (সিভিল) – ০৫জন, উপসহকারী প্রকৌশলী (কম্পিউটার/আইটি) – ০১, উপসহকারী প্রকৌশলী (অটোমোবাইল) – ০১ জন, উপসহকারী প্রকৌশলী (এনভায়রনমেন্ট) – ০১জন, সার্ভেয়ার – ০১জন, ট্রেইনি ড্রিলার – ০১জন। সর্বমোট- ১১৭জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। কর্তৃপক্ষ এ ফলাফলের যেকোনো সংশোধনীর ক্ষমতা সংরক্ষণ করতে পারে।

 

ডকুমেন্ট জমাদানের শেষসময়: ২১ ডিসেম্বর ২০২৫

যোগাযোগ: www.petrobangla.org.com     

 

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা পেট্রোবাংলার ওয়েবসাইট (www.petrobangla.org.com) -এ পাওয়া যাবে। এবং নিয়োগপত্রদের আবেদন পত্রে প্রদত্ত ঠিকানায় রেজিস্টার্ড ও ডাকযোগে পাঠানো হবে। প্রত্যেক প্রার্থীদের অ্যাপ্লিকেন্ট কপি, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত চরিত্রগত প্রত্যয়নপত্র, সকল শিক্ষাগত সনদপত্র, জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে ২১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে মহাব্যবস্থাপক (প্রশাসন), পেট্রোবাংলা বরাবর দাখিল করতে হবে। নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য অনরোধ করা হইল। 

Latest Notices